https://www.coxsbazarbanglanews.com

https://www.coxsbazarbanglanews.com

খুরুস্কুল প্রবাসী ক্লাবের উদ্যােগে বিনামূল্যে ৫৫জন অসহায় দরিদ্র বাচ্চাকে খৎনা ও ওষুধপত্র প্রদান

Recent Tube

খুরুস্কুল প্রবাসী ক্লাবের উদ্যােগে বিনামূল্যে ৫৫জন অসহায় দরিদ্র বাচ্চাকে খৎনা ও ওষুধপত্র প্রদান
নবী হোসেন,কক্সবাজারঃ-
কক্সবাজার সদর খুরুশকুল ইউনিয়ন প্রবাসী ক্লাবের উদ্যোগে মানবিক সদস্যদের সহযোগিতায় কক্সবাজার খুরুশকুলে ৯ টি ওয়ার্ড থেকে হত দরিদ্র ৫৫ জন বাচ্চাকে সাত দিনের ঔষধ সহ খৎনা করানো হয়, প্রবাসীদের মধ্যে সহযোগিতা করছে শফিউল আলম,শফি,মহিউদ্দিন,সাহেদ,আশিক,রেজাউল করিম, সুজন, ওমর ফারুক, জামাল,রমজান, জয়নাল, আল আমিন,কেফায়েত উল্লাহ,আমিন,হেলাল,ছৈয়দ নুর,নাছির, রিফাত হাছান বাবু,রেজাউল করিম রেজা, নাঈমুল ইসলাম ইমন, নুরুল আজিম,শওকত আলম,আতিক সহ আরো বেশ কয়েকজন ক্লাব সদস্য
চেয়ারম্যান জসিম উদ্দিনের নিজস্ব তহবিল থেকে ৫৫টা লুঙ্গি উপহার দেওয়া হয়!

উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ, আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক মনছুর আলম, আলীম উদ্দিন, কাজী দিদার, সোলাইমান বাদশা,মোঃ ওয়াহিদ, মোঃ সাদ্দাম হোসাইন ,নাঈমুল ইসলাম ইমন,নুরুল ইসলাম আতিক,হাসান সিকদার, আলমগীর, হেদায়েত উল্লাহ বাবুল, রেজাউল করিম, এনামুল হক ছোটন, ফায়সাল,ফাহাদ, শেখ রুবেল সহ অসংখ্য ব্যক্তিবর্গ।

মেডিকেল টিমের প্রধান,ডাঃ শাহিন আবদু রহমান চৌধুরী
আর এমও কক্সবাজার সদর হাসপাতালখৎনা পরিচালনা করেন ডাঃ রফিক কক্সবাজার সদর হাসপাতাল।


খুরুশকুল ইউনিয়ন প্রবাসী ক্লাবের পক্ষ থেকে খৎনা প্রকল্প পরিচালনা করেনঃ মোঃ সাদ্দাম হোসাইন,নাঈমুল ইসলাম ইমন, নুরুল আবছার আতিক

খুরুশকুল ইউনিয়ন প্রবাসী ক্লাবের এডমিন প্যানেল সকলের দোয়া কামনা করছে আগামীতে ক্লাবের সকল সদস্যদের নিয়ে আরো ভালো কিছু করার জন্য।

Post a Comment

0 Comments