প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার আর এম পি এসোসিয়েশন এর তারিখ নির্ধারণ ---কক্সবাজার আর এম পি এসোসিয়েশন একটি বৃহৎ প্রতিষ্ঠিত পল্লী চিকিৎসক দের সংগঠন, এই করোনা মহামারীর সময় যখন সারা পৃথিবী ভয়ে অস্তির,সবাই ঘরবন্দী তখন আর এম পি এসোসিয়েশন এর সকল সদস্য নিজের জীবনের পরোয়া না করে রাত দিন গ্রামে গন্জে চিকিৎসা সেবা দিয়ে জনগনের পাশে থেকে সবসময়, আর এই চিকিৎসা সেবা মুলক সংগঠন কক্সবাজার আর এম পি এসোসিয়েশন এর বার্ষিক পিকনিক আগামী ১২ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার সমুদ্র কন্যা ইনানী বীচ পিকনিক স্পষ্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে, এতে সংগঠনের সকল সদস্য ও
অনুরোধক্রমে -:
মনিরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক, আর এম পি এসোসিয়েশন কক্সবাজার।
0 Comments