রামু উপজেলা পরিচিতি টাইটেল এবং ছবি দেখে অবশ্যই বুঝে গেছেন যে রামু সম্পর্কে পড়বেন!চলুন পড়ি কক্সবাজার বাংলানিউজ ডট কম এর সাথে….. রামু...
রামু উপজেলা পরিচিতি
টাইটেল
এবং ছবি দেখে অবশ্যই বুঝে গেছেন যে রামু সম্পর্কে পড়বেন!চলুন পড়ি কক্সবাজার বাংলানিউজ
ডট কম এর সাথে…..
রামু উপজেলা
রামু বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি । কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এ উপজেলার উত্তরে চকরিয়া উপজেলা, উত্তর-পশ্চিমে কক্সবাজার সদর উপজেলা, পশ্চিমে বঙ্গোপসাগর, দক্ষিণে উখিয়া উপজেলা এবং দক্ষিণ-পূর্ব, পূর্ব ও উত্তর-পূর্বাংশ জুড়ে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা অবস্থিত ।
আরাকানের রাম রাজবংশের নামে এই এলাকার নামকরণ হয় বলে জনশ্রুতি আছে। মুঘলদের চট্টগ্রাম বিজয়কালে (১৬৬৬) রামুতে বুদ্ধের ১৩ ফুট উঁচু একটি ব্রোঞ্জমূর্তি পাওয়া যায়। এটিই বাংলাদেশে উদ্ধারকৃত সর্ববৃহৎ বুদ্ধমূর্তি। কথিত আছে, রামকোটে অপহৃতা সীতার সঙ্গে রামচন্দ্রের মিলন ঘটে এবং সেখানে একসময় সীতার ব্যবহৃত শিলপাটা রক্ষিত ছিল
১৯০৮ সালে রামু থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। রামু উপজেলায় ১১টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ রামু উপজেলার প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন
রামু উপজেলার প্রধান ২টি সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং আরাকান সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
রামু উপজেলায় ৩২টি হাট-বাজার রয়েছে। এর মধ্যে রামু বাজার, কলঘর বাজার, কাউয়ারখোপ বাজার, পানিরছড়া বাজার, গর্জনিয়া বাজার, ঈদগড় বাজার, জোয়ারিয়ানালা বাজার এবং ফকিরহাট বাজার উল্লেখযোগ্য
·
রামকোট তীর্থধাম
·
১০০ ফুট দীর্ঘ বৌদ্ধ বিহার বা ভাবনাকেন্দ্র (উত্তর মিঠাছড়ি, রামু)
·
নারকেল বাগান
·
লামারপাড়া কেয়াং
·
চেরাংঘাটা বড় কেয়াং
·
মেরুংলোয়া কেন্দ্রীয় সীমা বিহার
·
রাবার বাগান
·
হিমছড়ি
·
ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট ক্লাব (চেইন্দ্যা, দক্ষিণ মিঠাছড়ি)
·
পানেরছড়া রাখাইনপল্লী
(দক্ষিণ মিঠাছড়ি
কিভাবে
যাবেন?
ঢাকা বা চট্টগ্রাম থেকে সড়ক ও বিমান সকল পথেই কক্সবাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। কক্সবাজার থেকে যে কোন যানবাহনে রামু যাওয়া যায়।যেহেতু এর আগে কক্সবাজার পর্বে আমরা ঢাকা থেকে কিভাবে আসবেন তা আলোচনা করেছিলাম তাই ঢাকা থেকে কিভাবে আসবেন তা আলোচনা করিনি।
দর্শনীয় স্হান সমূহতে কিভাবে যাবনে?
·
হিমছড়ি সড়কপথে কক্সবাজার কলতলী থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। একই সাথে প্রাকৃতিক ঝর্ণা ও সমুদ্র সৈকত উপভোগ করতে পারেন হিমছড়িতে।
·
হিমছড়ি জাতীয় উদ্যান কক্সবাজার শহর থেকে যে কোন যানবাহন যোগে সড়ক পথে হিমছড়ি যাওয়া যায়। কক্সবাজারের কলাতলী স্ট্যান্ড থেকে অটোরিক্সা অথবা চাঁদের গাড়িতে করে ১৫ মিনিটে হিমছড়ি পৌঁছানো সম্ভব।
·
শ্রী শ্রী রামকোট তীর্থ ধাম সড়কপথে রামু বাইপাস থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত।
·
রাংকূট বৌদ্ধ বিহার সড়কপথে রামু বাইপাস থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত।
·
লামার পাড়া বৌদ্ধ বিহার সড়কপথে রামু বাইপাস থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত।
·
উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ১০০ ফুট শয্যা বিশিষ্ট বৌদ্ধ মূর্তি সড়কপথে রামু বাইপাস থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
·
রামু সীমা বিহার সড়কপথে রামু বাইপাস থেকে ১ কিলোমিটার দূরে রামু চৌমুহনী সংলগ্ন অবস্থিত।
·
লাল চিং/সাদা চিং সড়কপথে রামু বাইপাস থেকে ১ কিলোমিটার দূরে রামু চৌমুহনী সংলগ্ন অবস্থিত।
·
রামু জাদী পাহাড় সড়কপথে রামু বাইপাস থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত।
·
রামু রাবার বাগান সড়কপথে রামু চৌমুহনী থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত।
·
নারিকেল বাগান সড়কপথে রামু বাইপাস থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত।
রাত্রিযাপনের জন্য
রামু উপজেলায় রাত্রিযাপনের জন্য খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপে মারমেইড বীচ রিসোর্ট, মারমেইড ইকো রিসোর্ট, সাম্পান ক্যাফে এন্ড রিসোর্ট রয়েছে। এছাড়া রামু চৌমুহনী, চেরাংঘাটা, ঈদগড় ও উপজেলা গেইটে সুলভে থাকার মত হোটেল রয়েছে।অথবা কক্সবাজারে ফিরে এসে যেকোন হোটেলে থাকতে পারেন…সেটাই
আপনার জন্য ভালো মনে করি।রামু উপজেলার পেঁচার দ্বীপ, চৌমুহনী, চেরাংঘাটা, ঈদগড় ও উপজেলা গেইটে সুলভে খাওয়ার মত রেস্টুরেন্ট রয়েছে।
মনচাইলে সেখানে খেথে পারেন অথবা শহরে এসে তারকা হোঠেলে
খেথে পারেন।
No comments