নিজস্ব প্রতিবেদক : গত ১৯ ডিসেম্বর দৈনিক আমাদের ক্ন্ঠ কক্সবাজার অনলাইনে প্রকাশিত "এদের নেতৃত্বে চলে পতিতাবৃত্তি" শীর্ষক সংবাদে সংব...
নিজস্ব প্রতিবেদক : গত ১৯ ডিসেম্বর দৈনিক আমাদের ক্ন্ঠ কক্সবাজার অনলাইনে প্রকাশিত "এদের নেতৃত্বে চলে পতিতাবৃত্তি" শীর্ষক সংবাদে সংবাদদাতার অভিযুক্ত পতিতা ব্যবসায়ীর ছবিতে আমার ছবি প্রকাশ হওয়া দেখে আমি বিস্মিত ও হতভম্ব।সংবাদ দাতা কি উদ্দেশ্যে কিংবা কার মনোবাসনা বাস্তবায়নে অন্যান্যদের সাথে আমার ছবি জুড়ে দিয়েছে তা অত্যন্ত উদ্বেগের বিষয় ও লজ্জাজনক। এটি সস্মানহানিকরও বটে।তাই আমি প্রকাশিত আমার ছবির ব্যাপারে তীব্র আপত্তি জানিয়ে এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে সংবাদদাতার কাছে আমার অনুরোধ ভবিষ্যতে এ ধরনের সংবাদে নিরহ কারো ছবি ছাপিয়ে কুৎসা না রটানোর।
পাশাপাশি বিভ্রান্তি মুলক ছবি ছাপিয়ে আইন,সমাজ,রাষ্ট্র ও শুভাকাঙ্ক্ষীদের কাছে স্বনামধন্য ব্যাক্তির ইমেজ ক্ষুন্ন না করার আহবান জানাচ্ছি।একই
সাথে এরুপ সংবাদে আইনশৃঙ্খলা বাহিনী সহ পত্রিকার পাঠক শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ায় বিনীত সুদৃষ্টি প্রত্যাশা করছি।
No comments