সিবিবিএন : বিগত ১৬/০৬/২০২২ ইং তারিখে দৈনিক কক্সবাজার ৭১ একাত্তর পত্রিকায় প্রকাশিত সুদের ফাঁদে সর্বশান্ত । নিউজটি আমার দৃষ্টি গোচর হওয়ার পর ...
বিগত ১৬/০৬/২০২২ ইং তারিখে দৈনিক কক্সবাজার ৭১ একাত্তর পত্রিকায় প্রকাশিত সুদের ফাঁদে সর্বশান্ত । নিউজটি আমার দৃষ্টি গোচর হওয়ার পর এই সংবাদের বিরূদ্ধে আমি কঠোর ভাবে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । বিগত ১৫/০৬/২২ ইং তারিখে সন্ধ্যা সাতটার সময় একজন লোক সাংবাদিক পরিচয় দেয়, আমাকে মুঠোফোনে কল দে,বেলাল ভাই কেমন আছেন ব্যবসা-বাণিজ্য তো ভালই করতেছেন, এই কথা বলার পর মুঠোফোনে আমার কাছ থেকে টাকা চেয়েছে, আমি বললাম কিসের টাকা ? মুঠোফোনে হুমকি দিয়ে বলে তোমাকে আমি দেখে নেব,টিক ১ দিন পর ১৬/০৬/২০২২তারিখে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট একটি নিউজ করে। এবং আমি খুবই মর্মাহত, এই সংবাদকে আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা কয়েকজন মিলে সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়েছিলাম, যার নাম মানি লার্নিং মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। নিবন্ধিত নাম্বার ১৫৯৩/১০এবং কিছুদিন পর মাল্টিপারপাস ব্যবসা চালু করেছিলাম, দেখা গেল মানুষ টাকা নিয়ে পালিয়ে যায় ,আবার কিছু মানুষ বিভিন্ন অজুহাত দেখিয়ে করেনা। এমতাবস্তায় ব্যবসায় কোনো লাভ না দেখলে আমরা যৌথভাবে ব্যবসা বন্ধ করে দিই। উল্লেখ্য যে কয়দিন আমরা ব্যবসা পরিচালনা করেছিলাম সরকারি নিয়ম মেনে অডিত সহ আপটুডেট ছিল। যা বর্তমানে বন্ধ। অনেক টাকা-পয়সা গ্রাহকের হাতে রয়ে গেছে। অনেকের অনেকের বিরুদ্ধে মাননীয় আদালতে মামলা হয়েছে, বর্তমানে মামলা চলমান। আসামিদের মধ্যে অনেকেই আদালতে শিকার করে বিচারক মহোদয়কে জবানবন্দি দিয়েছেন। উল্লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। সুতরাং আমার ধারণা এইসব আসামিদের মধ্যে হয়তো কেউ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা চালিয়েছে। কিছু অসাধু সাংবাদিক টাকার বিনিময় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ চাপিয়ে দেয়। এ ব্যাপারে আমি নির্দোষ আমার যথেষ্ট ডকুমেন্ট পত্র আছে। আমি আশা করব ভবিষ্যতে এইসব সংবাদ যেন না ছাপানো হয়। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ রইল।
নিবেদক:
মোহাম্মদ বেলাল হোসাইন ৭নং ওয়ার্ড দক্ষিণ রুমালিয়ারছড়া কক্সবাজার পৌরসভা কক্সবাজার।
No comments