সিবিবিএন কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার। র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ...
কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার।
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সাবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ ০১নং ওয়ার্ড পশ্চিম লারপাড়া নাভা গ্যাস পাম্প সংলগ্ন নুর আবাসিক হোটেলের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজার এর একটি আভিযানিক দল ০২/০৮/২০২২ তারিখ অনুমান ২০.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ১। আনোয়ার আলী (২৫), (এফসিএন নং-১৪৫৬৫৩), পিতা-মৃত আলী আহমদ, মাতা-আয়েশা খাতুন, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-০১, ব্লক নং-এফ-১৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ২। মোঃ ইউনুছ (২৩), পিতা-মৃত এজাহার মিয়া, মাতা- আমেনা খাতুন, সাং-কুতুপালং পশ্চিমপাড়া, পালং হাসপাতালের পশ্চিম পাশে গুলু বর বাড়ী, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারদের গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে তাদের পরিহিত লুঙ্গির কোচ ও প্যান্টের পকেট হতে সর্বমোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ তাদের হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
No comments