ঢাকা,শুক্রবার,৫ আগষ্ট,২০২২: শীঘ্রই রাজধানীতে শুভ উদ্বোধন হচ্ছে জার্নালিস্ট শেল্টার হোম Journalist Shelter Home ঢাকায় আসা মফস্বল সাংবাদিকরা (...
ঢাকা,শুক্রবার,৫ আগষ্ট,২০২২: শীঘ্রই রাজধানীতে শুভ উদ্বোধন হচ্ছে জার্নালিস্ট শেল্টার হোম Journalist Shelter Home ঢাকায় আসা মফস্বল সাংবাদিকরা (যেকোন পেশাদার সাংবাদিক) এখানে নামমাত্র খরচে থাকা+খাওয়ার সুবিধা পাবেন। শেল্টার হোমে বিশেষ করে অগ্রাধিকার পাবেন নির্যাতিত-মামলা-হামলার শিকার সাংবাদিকরা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফেরাম পরিচালিত জার্নালিস্ট শেল্টার হোম রাজধানীর পল্টন-গুলিস্তান থেকে বাসে ১০-১৫ মিনিটের পথ মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটিতে ভাড়া ফ্লাটে পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে। প্রতিদিন ৮-১০ জন থাকা এবং খাবারের সুব্যবস্থা থাকছে। নারী সাংবাদিকদের জন্য নারী সাংবাদিকের তত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থা থাকছে। সার্বক্ষনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত শেল্টার হোমটিতে যথেষ্ট নিরাপত্তা থাকবে ইনশাল্লাহ।
বিস্তারিত যেগাযোগের জন্য হটলাইন নাম্বার চালু করা হবে। ২৪ ঘন্টা সার্ভিস থাকছে শেল্টার হোমটিতে।।
No comments