সিবিবিএন: শতবর্ষী নুর আহমদ। দীর্ঘদিন ধরে ঈদগাঁও'তে থাকলেও মাঝে মাঝে হয়ে যান লাপাত্তা। হঠাৎ হঠাৎ হেলি ধুমকেতুর মত উদিত হন। আজ ফির মোলাক...
শতবর্ষী নুর আহমদ। দীর্ঘদিন ধরে ঈদগাঁও'তে থাকলেও মাঝে মাঝে হয়ে যান লাপাত্তা। হঠাৎ হঠাৎ হেলি ধুমকেতুর মত উদিত হন। আজ ফির মোলাকাত।
বুড়ো দাদুর বয়স এখন ১১৯ বছর।
১৯০৩ সালে চট্টগ্রামের হাট হাজারী উপজেলার মীরের হাটে জন্মগ্রহণ করেন । বাবা আব্দুল বারি ও মা ধলা বানু
ব্রিটিশ রিফিউজি হিসেবে এসেছিলেন উখিয়ার পালংখালী।
সেখান থেকে হাটহাজারীর মীরের হাটে বসতি স্থাপন করে। পরে সপরিবারে চলে যান সৌদি আরব।
৫ ভাই ৩ বোনের মধ্যে নুর আহমদ প্রকাশ সেবা বুড়ো সবার ছোট। ভাইবোনের মধ্যে বর্তমানে কেউ বেঁচে নেই।
বার্ধক্যজনিত কারণে স্বাস্থ্য এখন আর আগের মত বিশ্বস্ত নয়। তবুও স্বাবলম্বী। কারো সাহায্য ছাড়াই চলতে পারেন..
১১৯ থেকে আরো অনেক দূর যেতে চান সেবা বুড়ো। যতটা হায়াৎ সৃষ্টি কর্তা দেন। সেটাই আপাত ভরসার শেষবিন্দু।
No comments