https://www.coxsbazarbanglanews.com

https://www.coxsbazarbanglanews.com

নুনিয়াছড়ার বিশিষ্ট শিল্পউদ্যোক্তা শফি মাস্টার আর নেই - coxsbazarbanglanews.com - CBBN

Page Nav

HIDE

br

HIDE

Grid

GRID_STYLE
true
FALSE

Classic Header

{fbt_classic_header}

সদ্যপ্রাপ্ত সংবাদ

latest

ads by cbbn

নুনিয়াছড়ার বিশিষ্ট শিল্পউদ্যোক্তা শফি মাস্টার আর নেই

শোকবার্তা: কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছড়া নিবাসী মরহুম আবদুল জলিলের ৩য় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী,নয়ন ফিশারিজের সহ-প্রতিষ্ঠাতা শফিউল হক (প্রক...



শোকবার্তা:
কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছড়া নিবাসী মরহুম আবদুল জলিলের ৩য় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী,নয়ন ফিশারিজের সহ-প্রতিষ্ঠাতা শফিউল হক (প্রকাশ শফি মাষ্টার)  আজ সকাল ১০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে  মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
মরহুম শফিউল হক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস,কিডনী জটিলতা'সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। 
তিনি স্ত্রী,৪ কন্যা'সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। 
জনাব শফিউল হকের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন কক্সবাজার পৌর মেয়র ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র।
মরহুম শফিউল হক ছিলেন শিক্ষানুরাগী,সমাজ হিতৈষী, অত্যন্ত সজ্জন,মিতভাষী, বন্ধুবৎসল ও অতিথিপরায়ন একজন মানুষ হিসেবে সর্বসাধারণের কাছে গ্রহণ যোগ্য ও পরিচিত ছিলেন। 
তাঁর মৃত্যুতে জন্মগ্রাম নুনিয়াছড়া'সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কক্সবাজারের মৎস্যশিল্প,মৎস্য প্রক্রিয়াজাতকরণ এবং মৎস্য রপ্তানীকরণে জনাব শফিউল হক ছিলেন অন্যতম একজন পথিকৃৎ। মৎস্য প্রক্রিয়াকরণশিল্পের বিকাশ, প্রসার, গুণগত উৎকর্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজার সৃষ্টিতে আমৃত্যু তিনি চেষ্টা করে গেছেন।  তার একক প্রচেষ্টায় মায়ানমার, থাইল্যান্ড,ভিয়েতনাম কম্বোডিয়া'সহ বিভিন্ন দেশে বঙ্গোপসাগর থেকে আহরিত  বিভিন্ন প্রক্রিয়াজাত মাছের  বিশাল বাজার এবং এই শিল্পসংশ্লিষ্ট  ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

নুনিয়াছড়ার  পরিবেশরক্ষার ক্ষেত্রেও  তিনি সমন্বিত উদ্যোগে প্যারাবন সৃষ্টি করে পরিবেশ পুরস্কার অর্জন'সহ ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

No comments