পুণ্য বর্ধন বড়ুয়া : ২৭ জানুয়ারি শুক্রবার হোটেল বে ওয়ান্ডার্স সভা কক্ষে জেলা বৌদ্ধ সমিতি যুব সভাপতি এডঃ অনিল বড়ুয়ার সভাপতিত্বে, সাধারণ সম্প...
পুণ্য বর্ধন বড়ুয়া :
২৭ জানুয়ারি শুক্রবার হোটেল বে ওয়ান্ডার্স
সভা কক্ষে জেলা বৌদ্ধ সমিতি যুব সভাপতি এডঃ অনিল বড়ুয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এডঃ রতন বড়ুয়া'র সঞ্চালনায় অনুষ্টিত সভায়
প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব কেন্দ্রীয় কমিটির সভাপতি, কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, প্রধান বক্তা সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া ও ডজন খানেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ
বিশেষ অতিথি কক্সবাজার জেলা বৌদ্ধ সমিতির
সভাপতি, রবীন্দ্র বিজয় বড়ুয়া, সাধারণ সম্পাদক
শিক্ষক জেমসেন বড়ুয়া, স্বপন বড়ুয়া পান্না এবং সকল
উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দের উপস্থিতিতে
পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা পূর্বক ১১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিঠি করা হয়।
এডভোকেট অনিল কান্তি বড়ুয়া- আহব্বায়ক (উখিয়া),
এডভোকেট রতন বড়ুয়া- যুগ্ম আহব্বায়ক (সদর),
স্বপন বড়ুয়া পান্না- যুগ্ম আহব্বায়ক (সদর),
সঞ্জয় বড়ুয়া- যুগ্ম আহব্বায়ক (উখিয়া),
দীপঙ্কর বড়ুয়া- যুগ্ম আহবায়ক (সদর),
পুণ্য বর্ধন বড়ুয়া- সদস্য সচিব ( সদর),
সদস্যঃ
সৈকত বড়ুয়া ও মংখ্যাভ রাখাইন (মহেশখালী)
সত্যজিৎ বড়ুয়া ও জয় বড়ুয়া (রামু)
অমিয় বড়ুয়া ও কাজল বড়ুয়া (চকরিয়া),
(FB -R)
No comments