https://www.coxsbazarbanglanews.com

https://www.coxsbazarbanglanews.com

শহরের নাজিরারটেক মোস্তাকপারা নেজাম, কফিন এর নেতৃত্বে চরদখলের হিড়িক - coxsbazarbanglanews.com - CBBN

Page Nav

HIDE

br

HIDE

Grid

GRID_STYLE
true
FALSE

Classic Header

{fbt_classic_header}

সদ্যপ্রাপ্ত সংবাদ

latest

ads by cbbn

শহরের নাজিরারটেক মোস্তাকপারা নেজাম, কফিন এর নেতৃত্বে চরদখলের হিড়িক

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড নাজিরার টেক মোস্তাকপাড়া নামক এলাকায় জেগে ওঠা চর দখলের হিড়িক পড়েছে।এসব সরকারি খাসজমিতে পাক...


নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড নাজিরার টেক মোস্তাকপাড়া নামক এলাকায় জেগে ওঠা চর দখলের হিড়িক পড়েছে।এসব সরকারি খাসজমিতে পাকা, আধাপাকা ও কাঁচা স্থাপনা নির্মানের প্রতিযোগিতা চলছে নাজিরার টেক এলাকায়। উল্লেখ্য চর এলাকায় যে যার মতো করে বাড়িঘর, মার্কেট, দোকানঘর নির্মাণ করে জবর দখলের মহোৎসবে মেতেছে। আবার অনেকে জবরদখল করা চরের জমি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।

সূত্রে জানা যায় যে, দখলদারেরা অবৈধ ভাবে নদীর চর দখল করে দখল বিক্রি সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে নদীর চর দখল করে আসলেও নীরব রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানায়, কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়া এলাকার ফরিদ আলমের পুত্র নেজাম উদ্দিনের নেতৃত্বে, তার সহযোগী একই এলাকার বাসিন্দা মিজানুর রহমান ও কফিন উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে চর দখল করে বেচাবিক্রি করে হাতিয়ে নিয়েছে লক্ষ কোটি টাকা।

নাজিরারটেক এলাকার স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, চর দখল করে বাড়ি নির্মাণসহ অন্যান্য স্থাপনা নির্মাণের ফলে নদীর পানি চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। আমরা যারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি তাদের জন্য নদী দখল এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা অতিদ্রুত চরাঞ্চলের ওপর গড়ে তোলা সমস্ত অবৈধ স্থাপনা অপসারণ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার সদর উপজেলা কমিটির সহ-সভাপতি এম এ সাত্তার বলেন, জলবায়ু সুরক্ষা ও নদীগর্ভ সুরক্ষার জন্য চরাঞ্চলের বনভূমি একান্ত প্রয়োজন। উপকূলীয় এলাকায় যেসব বিশাল বনভূমি রয়েছে তা এলাকার তথা দেশের সম্পদ। সাম্প্রতিক সময়ে দেখা গেছে যেসব নদীর চরে বনভূমি তৈরি হয়েছে, সেই বনভূমি ধ্বংস করে কিছু অসাধু ব্যক্তি নদীর চর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ, মৎস্য ঘের প্রস্তুত ও পরিচালনা করে আসছে। যেমন প্রশাসনের অগোচরে সদর উপজেলার কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড নাজিরার টেক এলাকায় নদীর তীরে গড়ে উঠা বিশাল চর দখল করেছে একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র।প্রাকৃতিক দুর্যোগে এলাকার মানুষের নিরাপত্তার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নদীর চর দখল মুক্ত করতে হবে।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বলেন,- কিছু ভূমিদস্যু চরদখল করে নিজের সম্পত্তি হিসাবে বিক্রির মহোৎসব মেতেছে। আমরা বহুবার উর্ধতন কর্তৃপক্ষের হস্ত কামনা করে কোন ফলাফল আসেনি।
এ ব্যাপারে নদীরচর দখলকারীরা জানিয়েছেন,

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন,
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড নাজিরারটেক মোস্তাক পারা চরদখল বিষয়টি সুনির্দিষ্ট কোন অভিযোগ না পাওয়ায় আমাদের নজরে আসে নাই।
আমি চর দখল অবৈধ দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে স্হাপনা উড়িয়ে দিয়ে আসছি।

No comments