https://www.coxsbazarbanglanews.com

https://www.coxsbazarbanglanews.com

রোহিঙ্গারা স্বদেশ প্রত্যাবাসন প্রস্তুতি দেখতে মিয়ানমারের প্রতিনিধি দল টেকনাফে - coxsbazarbanglanews.com - CBBN

Page Nav

HIDE

br

HIDE

Grid

GRID_STYLE
true
FALSE

Classic Header

{fbt_classic_header}

সদ্যপ্রাপ্ত সংবাদ

latest

ads by cbbn

রোহিঙ্গারা স্বদেশ প্রত্যাবাসন প্রস্তুতি দেখতে মিয়ানমারের প্রতিনিধি দল টেকনাফে

সিবিবিএন ডেস্ক :: রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে মিয়ানমারের ২২ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফ পৌঁছেছে। বুধবার (১৫ মার্চ) সক...


সিবিবিএন ডেস্ক ::

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে মিয়ানমারের ২২ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফ পৌঁছেছে। বুধবার (১৫ মার্চ) সকালে রাখাইন স্টেটের মংডু টাউনশিপ থেকে স্পিডবোটে তারা টেকনাফ জেটি ঘাটে এসে পৌঁছায়।

এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, বিজিবিসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতি হিসেবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা রাখাইন এস্টেটের মংডু থেকে টেকনাফে এসেছে। টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি মিয়ানমারের প্রতিনিধি দল স্বদেশে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করবেন। মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথাও আছে তাদের।

মিজানুর রহমান আরও বলেন, প্রথম দিকে পরিবারভিত্তিক প্রত্যাবাসনের আওতায় এক হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা বলছে তারা। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের শখানেক রোহিঙ্গা আছেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর আগে মিয়ানমারকে ৮ লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছিল। তালিকা যাচাই শেষে ৭০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল মিয়ানমার।



No comments